দোসর বৃষ্টি, রাজ্যে সফল লকডাউন, সঙ্গে নিয়মভঙ্গের টুকরো ছবি
রাজ্যে চলতি মাসের ষষ্ঠ লকডাউনের দিনটিও সফল হল। পুলিশি কড়াকড়ি এদিনও ছিল স্পষ্ট।
কলকাতা : গত সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার ছিল লকডাউন। যে ২ দিন বৃষ্টি ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে সঙ্গী। লকডাউনে কেউ বাড়িতে থাকাটা বেজায় আনন্দে কাটিয়েছেন। কেউ চেয়েও বার হতে পারেননি লকডাউনে। বৃষ্টির কারণে অনেকেই বাড়িতে থাকাটাই শ্রেয় মনে করেছেন। তার ওপর পুলিশি কড়াকড়ি তো ছিলই। এ সপ্তাহের একমাত্র লকডাউনেও কিন্তু সেই বৃষ্টিই হল লকডাউনের দোসর। গত রাত থেকেই টানা বৃষ্টিতে কলকাতা জলমগ্ন। অনেক এলাকায় জল জমেছে। তারওপর লকডাউন। ফলে সকলেই এদিন প্রায় বাড়িতেই থাকা শ্রেয় মনে করেছেন।
কলকাতা তো বটেই, সেইসঙ্গে এদিন রাজ্যের কোণায় কোণায় ছিল পুলিশি নজরদারি। পুলিশ কড়া হাতে নিলে যে লকডাউন সম্পূর্ণ সফল হতে পারে তা ফের এদিন আরও একবার প্রমাণ হল। কলকাতায় এদিন রাস্তায় যাঁরাই বার হয়েছেন তাঁরাই পুলিশের মুখে পড়েছেন। লকডাউনেও রাস্তায় বার হওয়ার মত প্রয়োজনীয় নথি থাকলে ছাড় মিলেছে ঠিকই, কিন্তু তা না থাকলে নানা ধরনের শাস্তির মুখে পড়তে হয়েছে।
এদিন কলকাতা বলেই নয় রাজ্য জুড়েই টুকরো টুকরো নিয়মভঙ্গের ছবি নজর কেড়েছে। কোথাও পুলিশ কান ধরে ওঠবোস করিয়ে বাড়ি পাঠিয়েছে মানুষকে। কোথাও মুখে মাস্ক না থাকায় জামা খুলিয়ে সেটাই মুখে মাস্কের মত জড়াতে বাধ্য করেছে পুলিশ। তারপর পাঠিয়ে দিয়েছে বাড়িতে। কোথাও আবার নজর কেড়েছে পুলিশের তাড়া খেয়ে পড়িমরি করে ছুটের দৃশ্য। গ্রামের দিকে অনেক জায়গায় পুলিশের তাড়া খেয়ে খেত জমি পার করে ছুটতে দেখা যায় গ্রামবাসীদের।
পুলিশ এদিন অনেকের বিরুদ্ধেই মামলা করেছে। আটকও করা হয়েছে। লকডাউন সফল করতে যে পুলিশ বদ্ধপরিকর ছিল তা এদিন ফের একবার তাদের তৎপরতায় প্রমাণ হল। লকডাউন সফল করতে পুলিশের এমনই কড়া মনোভাব প্রথম থেকে দেখতে চেয়েছিলেন সচেতন মানুষজন। এখন যখন এই কড়াকড়ি লকডাউনকে সম্পূর্ণ সফল করছে তখন করোনা আবহে টানা লকডাউনের সময়ও এটা সম্ভব ছিল বলেই মনে করছেন অনেকে।