করোনা এবার অতীন ঘোষের
অতীন ঘোষের এবার সংক্রমণ ধরা পড়ল। তিনি এবং তাঁর স্ত্রী আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন।
কলকাতা : দেশে অনেক নেতা মন্ত্রীই করোনায় কাবু হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী এমনকি সেনা হাসপাতালে গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও করোনা সংক্রমণের শিকার বলে জানতে পারা গিয়েছিল। এবার কলকাতা পুরসভাতে থাবা বসাল করোনা। কলকাতা পুরসভার প্রশাসক হিসাবে নিযুক্ত অতীন ঘোষ এখন স্বাস্থ্য বিভাগের দায়িত্বে রয়েছেন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বাস্থ্য হিসাবে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে।
করোনা পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছিলেন তিনি। এবার তিনিই আক্রান্ত হলেন। তাঁর করোনা ধরা পড়েছে। নমুনা পরীক্ষার ফল পজিটিভ। তাঁর সঙ্গে তাঁর স্ত্রীরও করোনা পরীক্ষা হয়েছিল। তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার ফলও পজিটিভ। আপাতত তাঁরা ২ জনই বাড়িতে কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন অতীনবাবু।
ফেসবুক পোস্টে তিনি তাঁর করোনা হওয়ার কথা জানিয়েছেন। অতীন ঘোষ আরও জানিয়েছেন তিনি করোনা পরিস্থিতিতে সামনের সারিতে থেকে লড়াই চালাচ্ছিলেন। কাজ করছিলেন। এবার তাঁরই করোনা হল। তবে তাঁর উপসর্গ ক্ষীণ। স্বল্প উপসর্গ রয়েছে তাঁর। তিনি শারীরিক ভাবে সুস্থই রয়েছেন। তবে বাড়িতে স্ত্রীর সঙ্গে আলাদা রয়েছেন। তিনি এও জানিয়েছেন করোনা সেরে গেলেই তিনি ফের কাজে নেমে পড়বেন।
এই প্রথম কলকাতা পুরসভার কোনও কর্তার করোনা ধরা পড়ল। তবে রাজ্যের বিভিন্ন পুর এলাকায় একাধিক কাউন্সিলরের করোনা আগেই ধরা পড়েছে। ধরা পড়ছেও। অনেকেই এলাকায় কাজ করতে গিয়ে সংক্রমণের শিকার হচ্ছেন। এদিকে অতীন ঘোষের করোনা ধরা পড়ার পর এখন খোঁজ চলছে শেষ কদিনে তাঁর সংস্পর্শে কারা কারা এসেছিলেন তাঁদের। কারণ তাঁদের চিহ্নিত করে তাঁদেরও করোনা পরীক্ষা হবে।
প্রসঙ্গত কলকাতা পুরসভা এখন করোনা পরীক্ষায় যথেষ্ট জোর দিয়েছে। কোনও এলাকা থেকে তাদের ফোন করে ডাকা হলে পুরসভার তরফে সেখানে ক্যাম্প করে পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। তবে তার আগে এলাকার মানুষজনকে এটা নিশ্চিত করতে হচ্ছে যে সেখানে করোনা পরীক্ষায় যাওয়ার পর কম করে ৩০ জন পরীক্ষা করাবেন। এমন উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে।