রাজ্যে ৮৫ শতাংশের দরজায় সুস্থতার হার, নতুন রোগীর সংখ্যা ফিরল ৩ হাজারে
রাজ্যে ৮৫ শতাংশের কাছে পৌঁছে গেল সুস্থতার হার। গত একদিনে অবশ্য সংক্রমণ ফের ৩ হাজারি ঘরে ঢুকে পড়েছে।
কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। ৫ দিন টানা ৩ হাজারের নিচে সংক্রমিতের সংখ্যা ছিল। ৩ হাজারের দরজাতেই ঘোরাফেরা করছিল সংখ্যাটা। গত একদিনে ফের তা ৩ হাজারি ঘরে ঢুকে পড়ল। রাজ্যে ৩ হাজার ৪২ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা অবশ্য ফের বেড়েছে। রেকর্ড ছুঁয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত একদিনে ৪৫ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত এত নমুনা পরীক্ষা একদিনে হয়নি।
রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৭০১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯০ জন। আগের দিনের চেয়ে কম। দৈনিক নতুন ধরা পড়া রোগীর চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। আর এই প্রবণতা টানা বজায় রয়েছে। যা অবশ্যই স্বস্তির।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তার আগের দিনও একই সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছিলেন করোনায়। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫১০ জন। গত একদিনে যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন এবং পূর্ব মেদিনীপুরে ৩ জন মারা গেছেন। কোচবিহারে ২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ১৬ দিনই ৩ হাজার পার করছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩ হাজার ২৪৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা এদিন দেড় লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৮০১ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৮৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা