
বন্ধুকে ক্ষুর মারার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে সল্টলেকে। ক্ষুরের আঘাতে আহত যুবক হান্সলে সাংমা মেঘালয়ের বাসিন্দা। পড়াশোনার জন্য সে এখানে থাকত। হোমিওপ্যাথি কলেজের প্রথম বর্ষের ছাত্র হান্সলেকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘঠনা ঘটেছে। ক্ষুর মারার অভিযোগে হান্সলের সহপাঠী জিতেন রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পিছনে ত্রিকোণ প্রেম ছাড়া অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।