
সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর বেতন বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। পয়লা জানুয়ারি থেকে নয়া বেতন কাঠামো কার্যকর হওয়ায় মোটা টাকার এরিয়ারও দ্রুত হাতে আসতে চলেছে তাঁদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বাড়ায় রাজ্য সরকারি কর্মচারিদের মাইনের সঙ্গে তাঁদের বেতনের ফারাকও আরও চওড়া হল। ফলে মনের কোণায় একটা চাপা অসন্তোষে ভুগছিলেন রাজ্য সরকারি কর্মচারিরা। এবার তাঁদের সেই কষ্টের কথা তুলে ধরে রাজ্য সরকারে ওপর চাপ বাড়ালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্য সরকারি কর্মচারিরা বঞ্চনার শিকার বলে দাবি করেন তিনি। এদিকে মাইনে বাড়লেও চাকরিতে ঢুকলে নতুন কর্মীর বেতন ৭ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার করার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কেন্দ্রীয় সরকারি কর্মাচারিদের একাংশ। তাঁদের দাবি, ১৮ হাজার নয় শুরু মাইনে হওয়া উচিত ছিল ২২ হাজার। এ নিয়ে খোলাখুলি অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ।