Kolkata

রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

কলকাতা : রাজ্যের অভিজ্ঞ আমলাদের তালিকায় তাঁর নামই সবচেয়ে এগিয়ে রয়েছে। তাঁর পরিচিতিও যথেষ্ট। রাজ্যের মানুষ তাঁকে এক ডাকে চেনেন। স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব হোক বা অতিরিক্ত মুখ্যসচিবের, তিনি তা সামলেছেন দক্ষতার সঙ্গে। সোমবার নবান্ন জানিয়ে দিয়েছে তিনিই হতে চলেছেন রাজ্যের নতুন মুখ্য সচিব।

বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজীব সিনহার মেয়াদ ৩০ সেপ্টেম্বরে শেষ হচ্ছে।


৩০ সেপ্টেম্বর রাজীব সিনহা শেষ করছেন তাঁর মুখ্যসচিবের দায়িত্ব। আর সেই পদে ১ অক্টোবর থেকে বসছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপনবাবু স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরায় সেই পদে আনা হচ্ছে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। আবার তিনি অর্থ সচিব পদ থেকে সরায় সেখানে আসছেন মনোজ পন্থ। সব মিলিয়ে ১ অক্টোবর থেকে রাজ্যের সচিব পর্যায়ে ব্যাপক রদবদল দেখা যেতে চলেছে।

রাজ্যে করোনা পরিস্থিতি এখনও ভয়াবহ। বিশ্ব জুড়েই করোনার দাপট অব্যাহত। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব পাওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং।


অন্যদিকে আরও একটি বিষয় মনে রাখার। সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব। সেদিক থেকেও এই দায়িত্ব চ্যালেঞ্জিং। সব মিলিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় এক কঠিন সময়ে মুখ্য সচিবের চেয়ারে বসতে চলেছেন।

রাজ্যে সচিব পদে এই রদবদলের বিজ্ঞপ্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে রদবদলের কথা কথা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন সচিবদের। ১ অক্টোবর থেকে নতুন দায়িত্বে বসতে চলেছেন আলাপনবাবু সহ অন্য আমলারা। করোনা আবহে তাঁদের কাজ করতে হবে। প্রশাসনিক দায়ভার সামলাতে হবে তাঁদের। তাও রাজ্যের সাফল্যের কথা মাথায় রেখে। রাজ্যের শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে।

করোনা আবহে অনেক মানুষ সমস্যায়। অনেকে চাকরি হারিয়েছেন। অর্থনীতির চাকা স্বাভাবিকভাবে ঘোরা বন্ধ হয়েছে কিছুটা হলেও। সেটাও ধাক্কা। সব মিলিয়ে পরিস্থিতি কঠিন। এখনই যে এর থেকে মুক্তি মিলবে এমনও নয়। সেই অবস্থায় প্রশাসনিক কাজকর্মকে পরিচালন করা অবশ্যই চ্যালেঞ্জের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button