Kolkata

রাজ্যে সামান্য হলেও বাড়ল সংক্রমণ, মৃত ৫৯

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৫৯ জন। দৈনিক সংক্রমণ এদিন সামান্য হলেও বেড়েছে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ২৮১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৭৬৫টি। রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়।


রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ৪৯ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৩২ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। আগের দিনের চেয়ে ৩ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৮ জন।


গত একদিনে যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১১ জন। ফের কলকাতাকে এদিন মৃত্যুর নিরিখে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন, দার্জিলিংয়ে ৪ জন, নদিয়ায় ৩ জন ও হুগলিতে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত কয়েকদিনে ৩ হাজারের নিচেই থাকছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। তবে তা ৩ হাজারের ঘরের আশপাশেই ঘোরাফেরা করছে।

গত একদিনে ২ হাজার ৯৫৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৭৫৯ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন আরও সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৮৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button