সংক্রমণের শিকার মন্ত্রী তাপস রায়, বিজেপি নেতা অনুপম হাজরা
সারা দেশেই নেতা মন্ত্রীরা করোনার কোপে পড়ছেন। এ রাজ্যেও মন্ত্রী থেকে নেতা, অনেকেই আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় আরও ২টি চেনা মুখ ঢুকে পড়লেন।

কলকাতা : পশ্চিমবঙ্গে মন্ত্রীদের মধ্যে এক এক করে করোনায় কাবু হচ্ছেন অনেকে। দমকলমন্ত্রী সুজিত বসু থেকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পশুপালন মন্ত্রী স্বপন দেবনাথ থেকে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। অনেকেরই করোনা হয়েছে। সেই তালিকায় ঢুকে পড়ল আর এক মন্ত্রীর নাম। মন্ত্রী তাপস রায়ও এবার সংক্রমণের শিকার।
তাপসবাবুর যে করোনা হয়েছে তা তাঁকে জানান স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক। বৃহস্পতিবার রাত ১০টায় একথা জানতে পারেন তাপসবাবু।
তারপরই তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে মেডিক্যালে ভর্তি করা হয়। যদিও তাপসবাবুর তেমন কোনও উপসর্গ নেই বলেই জানা গেছে।
রাজ্যের মন্ত্রী থেকে নেতা সকলেই এই করোনা কালে রাস্তায় নেমেছেন। ফলে তাঁদের কেউ কেউ সংক্রমণের শিকার হচ্ছেন। সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকেরা করোনা জয় করে ফের কাজেও নেমে পড়েছেন। এবার তাপস রায় আক্রান্ত হলেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন অনেকে। গত বৃহস্পতিবারই তাপস রায়ের করোনা পরীক্ষা হয়। রাতেই জানা যায় তিনি পজিটিভ। তাঁর পরিবার এখন নিয়ম মেনে কোয়ারেন্টিনে রয়েছে।
তাপস রায়ের করোনা হওয়ার খবরের সঙ্গে সঙ্গে আরও এক নেতার করোনার খবর এসেছে। তিনি বিজেপি নেতা অনুপম হাজরা। অনুপাম হাজরার অবশ্য জ্বর রয়েছে। তিনি করোনা পরীক্ষা করানোর পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
প্রসঙ্গত হালেই তিনি একটি জমায়েতে যোগ দেন। তিনি এও প্রকাশ্যে বলেন তাঁর করোনা হলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন।
এমন কটূক্তির জন্য তাঁর বিরুদ্ধে তৃণমূলের তরফে পুলিশে অভিযোগও দায়ের হয়। একজন মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা সম্বন্ধে এমন উক্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে এই বক্তব্য পেশ করার পরই অনুপম হাজরার করোনা ধরা পড়ল। হালেই তাঁর বিজেপিতে পদোন্নতি হয়েছে। তাঁকে জাতীয় সম্পাদক করা হয়েছে বিজেপির তরফে।