
রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নতিতে নতুন রুটে বাস চালু করার কথা আগেই জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সেই পথে হেঁটে একগুচ্ছ নতুন রুট ও বাস চালুর ঘোষণা করল পরিবহণ দফতর। কলকাতা-হাওড়া-ব্যারাকপুর-বিধানগর রুটে অনেকগুলি নতুন বাস চালানোর কথা জানান হয়েছে। মোট ২৫৫ টি নতুন বাস রাস্তায় ছাড়তে চলেছে দফতর। ৪০টি এসি বাসও নামছে রাস্তায়। অন্যদিকে হাওড়া, গড়িয়া ও যাদবপুর বাসস্ট্যান্ডের উন্নতি করার পরিকল্পনাও করেছে পরিবহণ দফতর। শুধু হাওড়া বাসস্ট্যান্ডের উন্নতিকরণেই ২০ কোটি টাকা ব্যয় করবে তারা। এদিন পরিবহণমন্ত্রী সাফ জানিয়েছেন, পরিবহণ ক্ষেত্রে কোনও রকম ধর্মঘট তিনি বরদাস্ত করবেন না।