Kolkata

মিছিলে বোমা আগ্নেয়াস্ত্র ভবানী ভবনে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী

বিজেপির নবান্ন অভিযানে এদিন কার্যতই ধুন্ধুমার দেখল রাজ্য। বিজেপির দাবি শাসক দল এদিন গণতন্ত্রকে হত্যা করেছে। পাল্টা তৃণমূলের ফিরহাদ হাকিম বললেন বিজেপি সন্ত্রাসবাদীদের দল।

কলকাতা : বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার হল কলকাতা ও হাওড়ায়। ৪টি দিক থেকে বিজেপির মিছিল এদিন নবান্ন অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু তা মাঝপথেই আটকে দেয় পুলিশ। ব্যারিকেড করে আটকানো হয় মিছিল। শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোঁড়ে। ছোঁড়া হয় কাঁদানেগ্যাস। ৪ জায়গাতেই মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।


এদিকে হাওড়া ময়দানে এক যুবককে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক। পুলিশ জানায় ওই ব্যক্তি বিজেপি কর্মী।

বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির পাল্টা দাবি তাদের মিছিলে কেউ বন্দুক আনেনি। এটা শাসক দলের চক্রান্ত।


এদিন বোমাও পড়ে। বিজেপির মিছিল থেকেই বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। যদিও সেই অভিযোগও অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি তৃণমূল কর্মী ও পুলিশ তাদের দিকে বোমা ছুঁড়েছে।

এদিন অনেক বিজেপি কর্মী আহত হন। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় রাস্তায় অসুস্থ হয়ে শুয়ে পড়েন। বিজেপি নেতা অরবিন্দ মেনন আহত হয়েছেন বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাস্তায় বসে পড়ে শাসক দলের বিরুদ্ধে সরব হন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংয়ের মত বিজেপি নেতারা।

দুপুরে বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা ঘণ্টা দেড়েক চলার পর কিছুটা প্রশমিত হয়। তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। এমন এক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ঝাড়গ্রাম সফর সেরে ফেরেন। তারপর সোজা হাজির হন ভবানী ভবনে।

ভবানী ভবনে পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিনের বিজেপির অভিযান নিয়ে বিস্তারিত খবর নেন।

বিজেপির এই নবান্ন অভিযানে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে এদিন জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান এই মিছিলের জেরে এদিন কিছু হিংসাত্মক ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। পুলিশের ওপর হামলা হয়েছে বলেও জানান মুখ্যসচিব।

কলকাতা থেকে ৮৯ জন আটক হয়েছেন। হাওড়া থেকেও আটক করা হয়েছে বলে জানান মুখ্যসচিব। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আলাপনবাবু।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button