Kolkata

কলকাতার রাস্তায় ফিরল দোতলা বাস

কলকাতার রাস্তায় ফিরে এল নস্টালজিয়া। ফিরে এল দোতলা বাস। এবার অবশ্য পর্যটনে জোর দিতেই এই দোতলা বাস ফিরিয়ে আনল সরকার।

কলকাতা : তিলোত্তমার রাস্তায় ফিরে এল দোতলা বাস। তবে ঠিক আগের মত দেখতে নয়। মঙ্গলবার এই দোতলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই দোতলা বাসের উদ্বোধন করা হয়।

পুজোর মুখে শহরের রাস্তায় দোতলা বাস ফিরল পর্যটনকে মাথায় রেখে। তবে এই দোতলা বাস আগের মত দেখতে নয়। আগে যে দোতলা বাস শহরে চলত তার মাথা ছিল ঢাকা। দোতলায় সিঁড়ি দিয়ে উঠে দাঁড়ানো যেত না। কেবল বসার সুবিধা ছিল। অবশ্য অনেকে সিঁড়ি ধরে উপর পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন।


একতলা ও দোতলা ছিল সম্পূর্ণ আলাদা। দোতলার আলাদা সিঁড়ি ছিল। তাছাড়া কিছু দোতলা বাস ছিল যার সামনে একটি আলাদা কেবিন থাকত। সেই কেবিনের সঙ্গে দোতলা বাসটি লাগানো থাকত। কেবিনে থাকতেন চালক।

সেই স্মৃতি এখনও বহু মানুষের মনে তাজা। অনেকেই শহরের মধ্যে গন্তব্যে যাত্রার জন্য এই দোতলা সরকারি লাল রংয়ের বাস বেছে নিতেন। দোতলায় বসাটা ছিল অনেকের কাছে উপভোগ্য।


এদিন উদ্বোধন হওয়া বাসটি অবশ্য তেমনটা নয়। বরং বিদেশের মত হুড খোলা। নীল-সাদা রংয়ের। হুড খোলা হওয়ায় দোতলা থেকে শহরে সফরটা অনেক বেশি উপভোগ্য।

বাসে মোট আসন সংখ্যা ৫১টি। তার মধ্যে দোতলায় থাকছে ১৭টি আসন। আসন পর্যটনের কথা মাথায় রেখে বিলাসবহুল। বাসের মধ্যেই থাকছে দোতলায় ওঠার সিঁড়ি। থাকছে সিসিটিভি, প্যানিক বটন, স্বয়ংক্রিয় দরজা। প্রায় ১ কোটি টাকার কাছে খরচ হয়েছে ২টি বাস কিনতে।

২টি বাসের এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাস ২টি মূলত পর্যটকদের নিয়ে শহরে ঘুরবে। যেমনটা লন্ডনে শহর ঘোরার বন্দোবস্ত রয়েছে। বাসের টিকিট অনলাইনে বুক করা যাবে।

মুখ্যমন্ত্রী জানান সপ্তমী থেকে এই বাসের অনলাইন বুকিং হবে। শহরের বিশেষ কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে এই বাস। ২০০৫ সালে শহরের বুক থেকে সরকারিভাবে তুলে নেওয়া হয়েছিল দোতলা বাস।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button