রাজ্যে ৬ হাজার পার করল করোনায় মৃত্যু
যত পুজো এগোচ্ছে রাজ্যে ততই বেড়ে চলেছে সংক্রমণ। গত একদিনে ৪ হাজারের দরজায় পৌঁছে গেল রাজ্যে সংক্রমণ। অন্যদিকে সুস্থতার হার নেমেই চলেছে।
কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৯৮৩ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। পৌঁছে গেছে ৪ হাজারের দরজায়। এই প্রথম এ রাজ্যে একদিনে ৩ হাজার ৯০০ টপকাল সংক্রমিতের সংখ্যা।
যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা সামান্য বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৫২০টি।
এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশি যাই হোক সংক্রমণের সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৩৬ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯২৭ জনে।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। আগের দিনের চেয়ে ৩ জন বেশি। এদিন রাজ্যে মোট মৃত্যু ৬ হাজার পার করল। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬ জন।
গত একদিনে যে ৬৪ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এদিন ফের কলকাতাকে টপকে গেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৭ জন, হুগলিতে ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, বীরভূমে ৩ জন ও উত্তর দিনাজপুরে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।
জলপাইগুড়ি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মালদায় ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ১১৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮১ হাজার ৫৩ জন।
যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার কমেছে। এদিন সুস্থতার হার কমে হয়েছে ৮৭.৫৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা