
ঢাকায় সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে পথে নামল কলকাতা। এদিন অ্যাকাডেমি চত্বরে বহু মানুষ একটি ধিক্কার সমাবেশে যোগ দেন। মোমবাতি জ্বালিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করেন তাঁরা। এদিকে ঢাকায় জঙ্গি হামলার পর রাজ্য জুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে ঢোকা ও বার হওয়ার পথে পরীক্ষার কড়াকড়ি করা হয়। সব গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষার পর বিমানবন্দরের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। শহর জুড়েও চলছে তল্লাশি। এদিকে ঢাকার ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভারত ঢাকার পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।