Kolkata

রাজ্যে একদিনে মৃত ৬০

রাজ্যে বেশ কয়েকদিন টানা ৪ হাজারের ওপরই থাকছিল দৈনিক সংক্রমণ। অবশেষে তা গত ২ দিনে ৪ হাজারের নিচে নামল। দ্রুত বাড়ছে সুস্থতার হারও।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। রাজ্যে বেশ কয়েকদিন টানা ৪ হাজারের ওপরই থাকছিল দৈনিক সংক্রমণ। গত ২ দিনে অবশ্য তা ৪ হাজারের নিচে নেমেছে। গত একদিনে ৩ হাজার ৯২৪ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।

উৎসবের মধ্যেও সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৫৫৩টি।


রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬১ হাজার ৭০৩ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১১১ জনে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। আগের দিনের চেয়ে ২ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৪ জন।


গত একদিনে যে ৬০ জন প্রাণ হারিয়েছেন করোনায় তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। মৃত্যুর নিরিখে কলকাতাকে টপকে গেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, নদিয়ায় ৪ জন ও হাওড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে মানুষের প্রাণ গেছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

এছাড়া দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৯২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৭ হাজার ৯২৮ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সুস্থতার হার আরও বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৯০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button