রাজ্যে একদিনে সুস্থ হলেন রেকর্ড সংখ্যক মানুষ
রাজ্যে গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। এই প্রথম একদিনে করোনামুক্ত হলেন ৪ হাজারের ওপর মানুষ।
কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। রাজ্যে বেশ কয়েকদিন টানা ৪ হাজারের ওপরই থাকছিল দৈনিক সংক্রমণ। গত ৪ দিনে অবশ্য তা ৪ হাজারের নিচে নেমেছে।
গত একদিনে ৩ হাজার ৯৭৯ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা। উৎসবের মধ্যে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৭৭৪টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৯ হাজার ৬৭১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৯৯ জন।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। আগের দিনের চেয়ে ২ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৪ জন।
গত একদিনে যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। উত্তর ২৪ পরগনাতেও প্রাণ হারিয়েছেন ১৮ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৮ জন, হুগলিতে ৪ জন, নদিয়াতে ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন এবং দক্ষিণ দিনাজপুরে ২ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া জলপাইগুড়ি ও পূর্ব মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই প্রথম একদিনে ৪ হাজারের ওপর গেল সুস্থ মানুষের সংখ্যা। ৪ হাজার ১৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৮৮৮ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সুস্থতার হার আরও বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.১৬ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা