
নিজের ফোন থেকে নবান্নে বোমা রয়েছে বলে উড়ো ফোন করে পুলিশ ডিপার্টমেন্টের মাথার চুল খাড়া করে দিয়েছিল অনিরুদ্ধ ঘোষ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফোন করার মাত্র ২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় কালীঘাটে তার নিজের বাড়ি থেকেই। তাকে জিজ্ঞাসাবাদ করে উড়ো ফোনের আসল কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। রবিবার রাত ৯টা নাগাদ লালবাজারে ১০০ ডায়াল করে অনিরুদ্ধ ঘোষ জানান নবান্নে বোমা রাখা আছে। যে কোনও মুহুর্তে তা ফাটবে। ফোন আসার সঙ্গে সঙ্গে নবান্নে হাজির হন পুলিশ কর্তারা। আসে বম্ব স্কোয়াড। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। এদিকে পুলিশের একটি দল ফোনের টাওয়ার লোকেশন দেখে বুঝতে পারে কে ফোন করেছে। কোথা থেকে ফোন এসেছে। সেইমত তারা রাত ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে অনিরুদ্ধ ঘোষকে পাকড়াও করেন।