রাজ্যে দৈনিক মৃত্যু কমার লক্ষ্মণ নেই
রাজ্যে গত একদিনে সংক্রমণ ও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা, দুই কমেছে। কিন্তু দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না।
কলকাতা : এ রাজ্যে সংক্রমণ অক্টোবর ও নভেম্বরে বেড়েছে। দৈনিক মৃত্যু টানা ৫০-এর ঘরে থাকার পর মাঝে তার একটা নিম্নমুখী প্রবণতা নজর কাড়ে। কিন্তু ফের তা ঘুরছে ৫০-এর ঘরে।
এদিকে ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন সাড়ে ৩ হাজারের নিচে নেমেছে। ৩ হাজার ৩৬৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।
গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ২০৮টি। সামান্য বেড়েছে নমুনা পরীক্ষা। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮০ হাজার ৮১৩ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪০৫ জনে।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। ২-১ দিনের ব্যতিক্রম বাদ দিলে দৈনিক মৃত্যু কমার নাম নিচ্ছে না। গত একদিনে ৫৪ জনের প্রাণ গেছে করোনায়। আগের দিনের চেয়ে ২ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়।
এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬ জন। গত একদিনে যে ৫৪ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। উত্তর ২৪ পরগনাতেও প্রাণ হারিয়েছেন ১৩ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন, হাওড়ায় ৫ জন এবং নদিয়ায় ৪ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ২ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়া পশ্চিম বর্ধমানে ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৪৪৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৩২ জন।
এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.১৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা