রাত আটটা। চেতলার সবজি বাজার এলাকায় লোকজনের ভিড় চোখে পড়ার মতন। সেখানে রাস্তার ধারে একটি ট্যাক্সি এসে থামে। ট্যাক্সির সামনে দিয়েই যাচ্ছিলেন এক তরুণী। আচমকাই ট্যাক্সি থেকে ২ জন নেমে তাঁকে টানা হেঁচড়া করে গাড়িতে তোলার চেষ্টা শুরু করে। আতঙ্কে চেঁচাতে শুরু করেন ওই তরুণী। তরুণীর গলা পেয়ে এবার আশপাশের লোকের টনক নড়ে। কিছু একটা গণ্ডগোল বুঝে ছুটে আসেন তাঁরা। ঘিরে ফেলা হয় ২ অপহরণকারীকে। তরুণীকে মুক্ত করে শুরু হয় প্রহার। এরমধ্যেই সাগরেদ পালাতে সক্ষম হলেও পাণ্ডাকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম লালবাবু। এলাকায় দুষ্কৃতী হিসাবে তার পরিচিতি আছে। যে ট্যাক্সিতে করে তারা এসেছিল তা কিছুদিন আগে ভবানীপুর এলাকা থেকে চুরি গিয়েছিল। লালবাবুর সাগরেদের খোঁজ শুরু করেছে পুলিশ।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply