রাজ্যে বাড়ল নমুনা পরীক্ষা, বাড়ল সংক্রমণ
রাজ্যে নভেম্বরের শেষ দিনে নমুনা পরীক্ষা অনেক কমেছিল। কমেছিল সংক্রমণও। এদিন ফের নমুনা পরীক্ষা বাড়ল। বাড়ল সংক্রমণ। গত দিনের তুলনায় বেড়েছে মৃত্যুও।
কলকাতা : নভেম্বর জুড়ে রাজ্যে সংক্রমণ প্রথমে ৪ হাজার ও তারপর তা নেমে সাড়ে ৩ হাজারের আশপাশে ঘোরাফেরা করেছে। দৈনিক মৃত্যুও ঘুরেছে ৫০-এর ঘরেই। নভেম্বরের শেষ দিনে নমুনা পরীক্ষা অনেকটা কমেছিল। কমেছিল সংক্রমণও। এদিন ফের নমুনা পরীক্ষা বাড়ল। যার সঙ্গে বেড়েছে সংক্রমণ। ফের পৌঁছে গেছে ওই ৩ হাজারের ওপর।
গত একদিনে ৩ হাজার ৩১৫ জন নতুন রোগী পাওয়া গিয়েছে রাজ্যে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ২৪১টি। এক ধাক্কায় গত দিনের তুলনায় ৫ হাজার বেড়েছে নমুনা পরীক্ষা। যার সঙ্গে সংক্রমণ বাড়ার যোগ থাকতেই পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ২২১ জনে।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। নভেম্বরে করোনায় দৈনিক মৃত্যু ঘোরাফেরা করেছে মূলত ৫০-এর ঘরে। ডিসেম্বরে পড়েও ধারা একই রইল।
গত একদিনে ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে ৬ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৭৬ জন।
গত একদিনে যে ৫২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৮ জন। এদিন মৃতের সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগনা অনেকটাই ছাপিয়ে গেছে কলকাতাকে। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১১ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন, হুগলিতে ৪ জন এবং মালদায় ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়।
২ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। এছাড়া কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পূর্ব মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমেছে। ৩ হাজার ৩৪০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ১০২ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.২৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা