স্ত্রী তৃণমূলে যেতেই কেঁদে আকুল সৌমিত্র, পাঠাচ্ছেন ডিভোর্সের নোটিসও
শুভেন্দু অধিকারী গত শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন। আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সোমবার যোগ দিলেন তৃণমূলে।
কলকাতা : বঙ্গ রাজনীতিতে প্রতিদিনই যেন এক একটা চমক অপেক্ষা করছে। শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের বহু পুরনো যোদ্ধা শুভেন্দু অধিকারী। রবিবার বোলপুরে অমিত শাহর রোড শোয়ে বিপুল মানুষের ভিড় চমক দিয়েছে।
সোমবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দেওয়ায় ফের চমকিত রাজ্যের মানুষ। এদিন তৃণমূল ভবনে এসে তৃণমূলে যোগ দেন সুজাতা। তাঁর হাতে পতাকা তুলে দেন দলের সাংসদ সৌগত রায়।
সুজাতা এদিন বলেন, বিজেপিতে থেকে তিনি যোগ্য সম্মান কখনও পাননি। যে দলে যোগ্য সম্মান নেই সে দলে তিনি থাকবেন না। একটা চ্যালেঞ্জ এদিন গ্রহণ করলেন তিনি।
২০১৯ সালে নিজের কেন্দ্রে প্রচারে যেতে পারেননি সৌমিত্র খাঁ। বিজেপির টিকিটে দাঁড়িয়ে নিজে প্রচার করতে না পারলেও সে সময় তাঁর স্ত্রী সুজাতা তাঁর হয়ে প্রচারে বড় ভূমিকা নেন।
বিজেপির অনেকে স্বীকার করে নেন সেদিন সুজাতাই হয়ে উঠেছিলেন সৌমিত্রর জয়ের কাণ্ডারি। এদিন রাজনৈতিক দূরত্ব কিন্তু তাঁদের পারিবারিক সম্পর্ক ভেঙে দেওয়ায় পর্যায়ে পৌঁছে দিল।
সুজাতা মণ্ডল খাঁ এদিন দুপুর ১টা নাগাদ তৃণমূলে যোগ দেন। আর দুপুর ২টো নাগাদ পাল্টা সল্টলেকে সাংবাদিক বৈঠক করেন সৌমিত্র খাঁ। সেখানে তিনি ছিলেন আবেগ বিহ্বল। কথা বলতে গিয়ে গলা কেঁপেছে। চোখের জল বাঁধ মানেনি।
স্ত্রীর প্রতি সৌমিত্র তাঁর ভালবাসার কথা নানা ঘটনাকে সামনে রেখে প্রকাশ করেছেন। চোখ মুছেছেন বারবার। এমনকি এই ইঙ্গিতও দেন যে এজন্য তিনি বিবাহবিচ্ছেদের নোটিসও পাঠাতে চলেছেন।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের সুরে সৌমিত্র বলেন, তাঁর ঘরের লক্ষ্মীকে চুরি করেছে তৃণমূল। স্ত্রীর উদ্দেশ্যে জানিয়েছেন তিনি তৃণমূলে যোগ দিয়ে ভুল করলেন। এও বলেন, আগামী দিনে যেন সুজাতা আর সৌমিত্রবাবুর খাঁ পদবি ব্যবহার না করেন।
অন্যদিকে সুজাতা মণ্ডল খাঁ জানিয়ে দিয়েছেন রাজনৈতিক আদর্শ আলাদা হওয়ায় যদি সৌমিত্র খাঁ তাঁদের ১০ বছরের সম্পর্কে ইতি টানতে চান তাহলে তিনি সত্যিই ঘরের লক্ষ্মী ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে।
সুজাতা বলেন, সৌমিত্রবাবু যেমন একজন স্বাধীন মানুষ তেমনই তিনিও তাঁর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু রাজনৈতিক মতাদর্শগত বিভেদে সৌমিত্র খাঁ তাঁদের দাম্পত্যের সম্পর্ক ভেঙে দিচ্ছেন কীভাবে? এদিন সুজাতা মণ্ডল খাঁয়ের চোখেও জল এসেছে।