Kolkata

১০ হাজার পার করল রাজ্যে করোনায় মৃত্যু

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ১ হাজারের নিচেই থাকছে। কমেছে দৈনিক মৃত্যুও। তবে এদিন ১০ হাজার পার করল রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮০ জন। গত দিনের তুলনায় কিন্তু নমুনা পরীক্ষা এদিন ২ হাজারের ওপর বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৬১৭টি।


রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৩ হাজার ৪৭৫ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৭২ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে।


এদিন ১৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আগের দিনের চেয়ে ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১০ হাজার পার করেছে। রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ১০ জন।

গত একদিনে যে ১৭ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৭ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে নদিয়ায় ২ জন, হুগলিতে ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন এবং হাওড়ায় ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৬৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ১৯৩ জন।

৬৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও রাজ্যে সুস্থতার হার এদিন বাড়েনি। গত দিনের সঙ্গে সমান রয়ে গেছে। আগের দিনও ৯৬.৯৩ শতাংশ ছিল রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button