Kolkata

রাজ্যে একদিনে সংক্রমিত ৬০৯ জন, মৃত ১৫

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ১ হাজারের নিচেই থাকছে। এদিন সংক্রমিত হয়েছেন ৬০৯ জন। কমেছে দৈনিক মৃত্যুও। রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০৯ জন। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা এদিন সামান্য কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১১টি।


রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৭০৭ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫১ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে।


এদিন ১৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৪১ জনের।

গত একদিনে যে ১৫ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৬ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হাওড়ায় ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

তবে আগের তুলনায় অনেকটাই কমেছে মৃত্যুর দাপট। ভারত জুড়েই কমেছে মৃত্যু। তুলনায় বরং এতটা কমেও পশ্চিমবঙ্গ এখনও ভারতের অন্য রাজ্যের চেয়ে একদিনে মৃত্যুর নিরিখে উপরের দিকেই রয়েছে।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৬৬৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার ৫১৫ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে আরও সামান্য বেড়েছে সুস্থতার হার। ৯৬.৯৬ শতাংশে দাঁড়িয়েছে রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button