দীর্ঘ সময় পর রাজ্যে করোনায় একদিনে মৃত্যু কমে ৬
রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ৫০০-র নিচেই ঘোরাফেরা করছে। অন্যদিকে মৃত্যু ১০-এ নেমেছিল ২ দিন আগে। এবার তা আরও নেমে গেল। পৌঁছল ৬ জনে।
কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ। শুধু তাই নয়, ক্রমশ নিচে নামছে তা। যদিও গত দিনের তুলনায় এদিন সংক্রমণ কিছুটা বেড়েছে।
এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০৯ জন। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা এদিন ৩ হাজারের মত কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ১০৪টি।
রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৬ হাজার ৪৮২ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৫ জন।
ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু।
সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে। কিন্তু এদিন উল্লেখযোগ্যভাবে কমল মৃত্যু।
গত একদিনে ৬ জনে নেমেছে দৈনিক মৃত্যু। আগের দিনের চেয়ে ৫ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৮০ জন।
গত একদিনে যে ৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২ জন। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলি, নদিয়া ও জলপাইগুড়িতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। উল্লেখযোগ্যভাবে একদিনে মৃতের সংখ্যার পতন হল। যা অবশ্যই আশার আলো দেখাচ্ছে।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৫০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৭২৭ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.০৪ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা