দীর্ঘ সময় পর রাজ্যে একদিনে ২০০-র নিচে সংক্রমণ
রাজ্যে দৈনিক সংক্রমণ জানুয়ারিতে ২০০-র ঘরেই ছিল। ফেব্রুয়ারির প্রথম দিনেই কিন্তু তা দীর্ঘ সময় পর ২০০-র নিচে নেমে গেল। কমল একদিনে মৃত্যুও।
কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে গেল। যা বিগত অনেক মাসে দেখতে পাওয়া যায়নি। একদিনে সংক্রমণ এতটা নিচে নামেনি যতটা ফেব্রুয়ারির প্রথম দিনেই নামল।
এদিন রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৭৯ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে প্রায় ৭ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ১৬৮টি।
রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজার পার করেছে। এদিন সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭০ হাজার ১৭৭ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪২০ জনে।
জানুয়ারির শেষের দিকে একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। ফেব্রুয়ারির প্রথম দিনেও সেই ১০-এর নিচেই রইল মৃত্যু। বরং তা নেমে দাঁড়াল ৬ জনে।
গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। আগের দিনের চেয়ে ৩ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৯টি।
গত একদিনে যে ৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৪ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। রাজ্যের বাকি জেলায় এদিন একজনও করোনায় প্রাণ হারাননি। যা অবশ্যই স্বস্তির বার্তা দিচ্ছে।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩০৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৫৭৮ জন।
সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.২৬ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা