রাজ্যে একদিনে সংক্রমিত ১৮১, মৃত ২
একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হল ২ জনের। সংক্রমিত হয়েছেন ১৮১ জন। অন্যদিকে নমুনা পরীক্ষা অনেকটা বেড়েছে। ১৯ হাজারের ঘরে গেছে নমুনা পরীক্ষা।
কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ২০০-র ওপরও যায় সংক্রমণ। তবে এখন তা ২০০-র নিচে থাকছে।
এদিন সংক্রমিত হয়েছেন ১৮১ জন। নমুনা পরীক্ষা এক ধাক্কায় প্রায় ৫ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৫টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার ১৯৩ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭২ জনে।
জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের।
আগের দিনের সমান সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে এদিন। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৩৯ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে তাঁরা ২ জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। রাজ্যে মাত্র ১টি জেলাতেই মৃত্যু হয়েছে করোনায়। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।
ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৪৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনা মুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ২৮২ জন।
সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৫৭ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা