
এক অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল রিজেন্ট পার্ক থানা এলাকায়। দীপা মল্লিক নামে ওই অভিনেত্রীর দেহ এদিন ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। উদ্ধার হয় তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে। দীপা মল্লিকের পরিবারের দাবি, তিনি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি নিছকই আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দীপা মল্লিকের পরিবার ও যে আত্মীয়ের বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়েছে তাঁদের।