Kolkata

রাজ্যে সংক্রমণে এগিয়ে কলকাতা, উত্তর ২৪ পরগনা

একদিনে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা গত দিনের সঙ্গে একই রইল। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় মৃত্যু নেই। অন্যদিকে রাজ্যে নমুনা পরীক্ষা অনেকটা বেড়েছে।

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ২০০-র ওপরও যায় সংক্রমণ। তবে এখন তা ২০০-র নিচে থাকছে।

এদিন সংক্রমিত হয়েছেন ১৮৯ জন। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় হাজার তিনেক বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩০২টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ৯৯ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৯ জনে।


জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

আগের দিনও একই সংখ্যক মানুষের প্রাণ কেড়েছিল করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৫৩ জনে।


গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত ২ জেলা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা নেই। এই ২ জেলায় একদিনে করোনায় কারও মৃত্যু হয়নি।

পুরুলিয়ায় ১ জনের প্রাণ কেড়েছে করোনা। দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে কালিম্পংয়ে। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই। ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২২৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬০ হাজার ৪৪৭ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৬২ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button