Kolkata

রাজ্যে সংক্রমণ ফের ২০০-র নিচে, বাড়ল সুস্থতার হার

রাজ্যে টানা ৪ দিন সুস্থতার হার একই জায়গায় থমকে থাকার পর অবশেষে এদিন ফের বাড়ল। সংক্রমণও এদিন ২০০-র নিচে নেমেছে।

কলকাতা : ফেব্রুয়ারির শুরু থেকে ২০০-র নিচে নেমে যায় রাজ্যে দৈনিক সংক্রমণ। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে প্রায় শেষে পৌঁছে। ২০০-র ওপর থাকছিল সংক্রমণ। যা এদিন ফের ২০০-র নিচে নেমেছে।

ফেব্রুয়ারির শেষ দিনে সংক্রমিত হয়েছেন ১৯২ জন। নমুনা পরীক্ষা গত দিনের থেকে সামান্য কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৭৬৪টি।


রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ১১৮ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৭ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের।


আগের দিনের সঙ্গে একই রয়ে গেল মৃতের সংখ্যা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৬৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত জেলা কলকাতায় মৃত্যু হয়েছে ১ জনের। পশ্চিম মেদিনীপুরে ১ জন মানুষের মৃত্যু হয়েছে। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২১৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬১ হাজার ৫৪৩ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে রাজ্যে সুস্থতার হার এতদিন টানা বাড়লেও গত ৪ দিন তা একই জায়গায় দাঁড়িয়ে ছিল। অবশেষে এদিন তা ফের বাড়ল। ৯৭.৬৩ শতাংশ থেকে বেড়ে ৯৭.৬৪ শতাংশ হল রাজ্যে সুস্থতার হার।

রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button