একদিনের জন্য মৃত্যু শূন্য হয়েও পরদিনই মৃত ২
সকলকে স্বস্তি দিয়ে পয়লা মার্চেই রাজ্যে করোনায় মৃত্যু একদিনে শূন্যে নেমেছিল। তা অবশ্য একদিনের জন্যই। ফের এদিন মৃতের সংখ্যা যোগ হল।
কলকাতা : ফেব্রুয়ারির শুরু থেকে ২০০-র নিচে নেমে যায় রাজ্যে দৈনিক সংক্রমণ। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে প্রায় শেষে পৌঁছে। ২০০-র ওপর থাকছিল সংক্রমণ। যা মার্চে পড়ে ফের ২০০-র নিচে নেমেছে।
এদিন সংক্রমিত হয়েছেন ১৭১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৬৫টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৪৮৭ জন।
এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৩ জনে। রাজ্যে রোগীর সংখ্যা অল্প হলেও প্রতিদিনই কিন্তু কমছে।
ফেব্রুয়ারির একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। মার্চের প্রথম দিনেই রাজ্যে মৃত্যু শূন্যে নেমেছিল। রাজ্যের কোথাও একজনেরও মৃত্যু হয়নি।
এদিন কিন্তু সেই স্বস্তি বজায় রইল না। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৭০ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত ২ জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা রয়েছে। ২ জেলায় মৃত্যু হয়েছে ১ জন করে। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।
ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬১ হাজার ৯৬৪ জন।
সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৫ শতাংশে দাঁড়িয়েছে। রাজ্যে সুস্থতার হার একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা