
বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় উত্তেজনা ছড়াল নিউটাউনে। পুলিশ সূত্রের খবর, নিউটাউনের বাড়িতে একাই ছিলেন এক গৃহবধূ। সেই সুযোগে শনিবার রাতে এক ব্যক্তি আচমকাই বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে ওই গৃহবধূকে ব্যাপক মারধরও করে সে। এদিকে গৃহবধূর চিৎকারে ততক্ষণে পাড়ার লোকজন ওই বাড়িতে হাজির হন। বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্ত ব্যক্তি। এদিকে আহত ওই গৃহবধূকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।