রাজ্যে ফের ২০০ ছাড়াল একদিনে সংক্রমণ
রাজ্যে ফের ২০০-র ঘর পার করল সংক্রমণ। এদিন সংক্রমিত হয়েছেন ২২৫ জন। মার্চে এদিনই প্রথম ২০০ পার করল সংক্রমণ। বেড়েছে নমুনা পরীক্ষাও।
কলকাতা : ফেব্রুয়ারির শুরু থেকে ২০০-র নিচে নেমে যায় রাজ্যের দৈনিক সংক্রমণ। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে প্রায় শেষে পৌঁছে। ২০০-র ওপর থাকছিল সংক্রমণ। যা মার্চে পড়েও ফের ২০০-র নিচে নেমেছে। এদিন কিন্তু ফের তা ২০০ পার করল।
সংক্রমিত হয়েছেন ২২৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৩৩০টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৭১২ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৫ জনে। রাজ্যে রোগীর সংখ্যা অল্প হলেও প্রতিদিনই কিন্তু কমছে।
গত মাসের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। মার্চের প্রথম দিনেই রাজ্যে মৃত্যু শূন্যে নেমেছিল। রাজ্যের কোথাও একজনেরও মৃত্যু হয়নি। এদিন কিন্তু রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৭২ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের অন্যতম করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনা রয়েছে। এই জেলায় মৃত্যু হয়েছে ১ জনের। দার্জিলিংয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তবে কলকাতায় মৃত্যু নেই। আর কোনও জেলাতেও মৃত্যুর খবর নেই।
ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ অনেকটা স্বস্তিতে বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।
করোনা বিধি পালন নিয়ে সাধারণ মানুষের ঢিলেঢালা মানসিকতা দেশে অচিরেই করোনার দ্বিতীয় ঢেউ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে আইসিএমআর।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৩১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ১৯৫ জন।
সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৫ শতাংশে দাঁড়িয়েছে। গতদিনও যা ছিল এদিনও তাই রইল। রাজ্যে টিকাকরণ কিন্তু জোরকদমে চলছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা