
নিউটাউনের ডিএলএফ এলাকায় ফের দুর্ঘটনার ঘটনা ঘটল সোমবার সকালে। সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ডিএলএফের কাছে রাস্তা পার হচ্ছিলেন এক তরুণী। আচমকাই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওড়িশার বাসিন্দা মমতা সাউ নামে বছর ত্রিশের ওই তরুণীকে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পায়ে বড় ধরণের চোট লেগেছে। দেহের অন্যান্য অংশেও আঘাত রয়েছে। ডিএলএফের কাছেই একটি অফিসে কাজ করেন তিনি। এদিন সকালে সেখানেই যাচ্ছিলেন। পুলিশ ওই বেপরোয়া গাড়ির খোঁজ শুরু করেছে।