Kolkata

রাজ্যে একদিনে ৫০০ পার সংক্রমণ, সুস্থতার হার কমছে

রাজ্যে প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিন তা ৫০০ পার করে গেল। অন্যদিকে প্রতিদিনই সুস্থতার হার ধাপে ধাপে কমে চলেছে।

কলকাতা : মার্চ পড়ার পর থেকে রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়েছে। যা এখন প্রাত্যহিকভাবে বেড়েই চলেছে। এদিন দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫০০ পার গেল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫১৬ জন। নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ১৪টি।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৩৮১ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। দীর্ঘদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছিল। এখন কিন্তু ঠিক উল্টো হচ্ছে। এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫০ জনে।


মার্চের প্রথম দিনেই রাজ্যে মৃত্যু শূন্যে নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। আগের দিনের তুলনায় ২ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৩১৬ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা রয়েছে। কলকাতায় ২ জনের মৃত্যু উত্তর ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ২ জনের। আর কোনও জেলায় মৃত্যু হয়নি।


ক্রমশ কমতে থাকা মৃত্যু সংখ্যার জেরে এখন মানুষ অনেকটা স্বস্তিতে বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

করোনা বিধি পালন নিয়ে সাধারণ মানুষের ঢিলেঢালা মানসিকতা দেশে অচিরেই করোনার দ্বিতীয় ঢেউ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে আইসিএমআর।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩৪৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার ১১৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৫৫ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button