
তিনি মেসির মত অবসরও নেননি, রোনাল্ডোর মত আহতও নন। সোমবার আলিপুর আদালতে সারদা কাণ্ডে অভিযুক্ত মদন মিত্রের জামিনের আর্জি খারিজ করে দন বিচারক। তারপরই এই মন্তব্য করেন মদনবাবু। যদিও এদিন মদন মিত্রের জামিনের আর্জি পেশের পর সিবিআই তার বিরোধিতা করে। তখন মদন মিত্রের আইনজীবী মামলার কেস ডায়েরি দেখাতে বলেন। বিচারক সিবিআই আইনজীবীদের কেস ডায়েরি পেশের জন্য বললে তা দেখাতে পারেননি তাঁরা। বিচারক সাফ জানান, এই মামলার শুনানির দিনে কেস ডায়েরি সঙ্গে আনা বাধ্যতামূলক। আদালতে ভর্ৎসিত হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে তড়িঘড়ি কেস ডায়েরি নিয়ে এসে তা বিচারকের সামনে পেশ করেন সিবিআই আইনজীবী। কেস ডায়েরি পরে দেখার পর ফের মামলার শুনানি শুরু হয়। বিচারক মদন মিত্রের জামিনের আর্জি খারিজ করে দেন। মামলার পরবর্তী শুনানি ২৫ জুলাই।