Kolkata

এই প্রথম রাজ্যে ১০ হাজার পার একদিনে সংক্রমণ

রাজ্যে একদিনে সংক্রমণ পৌঁছে গেল ১০ হাজারের ওপর। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনার বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। মৃত্যুও বেড়েই চলেছে।

রাজ্যে বাড়ছে সংক্রমণ। এদিন সংক্রমিতের সংখ্যা একদিনে ১০ হাজারের গণ্ডিও পার করে গেল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জনে।

এদিন নমুনা পরীক্ষাও ৫০ হাজার পার করেছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০ হাজার ১৪টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৯৬ জনে।


এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। মৃত্যু হয়েছে ৫৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৭১০ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৫৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। এছাড়া হাওড়া, হুগলি, মালদা ও বীরভূমে ৪ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।


৩ জন করে মানুষের প্রাণ গেছে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। দার্জিলিংয়ে ২ জনের প্রাণ গেছে। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৫ হাজার ৬১৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৭৫০ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৯.২৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button