Kolkata

সংক্রমণ ৮ লক্ষ পার, রাজ্যে দৈনিক মৃত্যু বেড়েই চলেছে

রাজ্যে একদিনে সংক্রমণ এদিন প্রায় গতদিনের মতই রইল। সংক্রমণ গতদিনের মত হলেও মৃত্যু কিন্তু অনেকটা বেড়েছে। ক্রমশ ৩ অঙ্কের দিকে এগোচ্ছে রাজ্যে মৃত্যু।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। যদিও গত একদিনে রাজ্যে সংক্রমণ গতদিনের মতই হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ৮ লক্ষ পার করেছে। দাঁড়িয়েছে ৮ লক্ষ ১০ হাজার ৯৫৫ জনে।

এদিন গতদিনের তুলনায় নমুনা পরীক্ষা সামান্য কম হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৭২৪টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ২৪১ জনে।


এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে অনেকটা বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ১২ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ৮৯ জনের।

এবার পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু ক্রমশ ৩ অঙ্কের দিকে এগোচ্ছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৮ জনে।


গত একদিনে রাজ্যে করোনায় যে ৮৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২১ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মারা গেছেন ১১ জন মানুষ।

এছাড়া হাওড়ায় ৭ জন, হুগলিতে ৬ জন, বাঁকুড়ায় ৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন, বীরভূমে ৪ জন ও নদিয়ায় ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১২ হাজার ৮৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার ৪৬৬ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৫.০২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button