Kolkata

রাজ্যে ১০০-র দরজায় দৈনিক মৃত্যু, সুস্থতা ৮ লক্ষ পার

রাজ্যে একদিনে সংক্রমণ প্রায় গতদিনের মতই রইল। সংক্রমণ গতদিনের মত হলেও মৃত্যু কিন্তু আরও অনেকটা বেড়েছে। ১০০-র দরজায় পৌঁছে গেছে দৈনিক মৃত্যু।

রাজ্যে বাড়ছে সংক্রমণ। যদিও গত একদিনে রাজ্যে সংক্রমণ গতদিনের মতই হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪১১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬ জনে।

এদিন গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা সামান্য কম হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ২৪৮টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৬২৪ জনে।


এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে অনেকটা বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ৭ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ৯৬ জনের।

এবার পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু ক্রমশ ৩ অঙ্কের দিকে এগোচ্ছে। এদিন কার্যত ১০০-র দরজায় পৌঁছে গেল একদিনে মৃতের সংখ্যা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৪ জনে।


গত একদিনে রাজ্যে করোনায় যে ৯৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২০ জনের। হুগলিতে ১৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে মারা গেছেন ৭ জন করে মানুষ।

এছাড়া মুর্শিদাবাদে ৪ জন, হাওড়ায় ৩ জন, মালদায় ৩ জন, বাঁকুড়ায় ২ জন ও পশ্চিম বর্ধমানে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ১ জন মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, নদিয়া, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রামে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৩ হাজার ৯৩২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৩ হাজার ৩৯৮ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৪.৯১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button