Kolkata

১০০ পার, এই প্রথম রাজ্যে একদিনে মৃত্যু ৩ অঙ্ক ছুঁল

রাজ্যে একদিনে সংক্রমণ এদিন প্রায় গতদিনের মতই রইল। কিন্তু মৃত্যুর যে ধারাবাহিক বৃদ্ধি প্রতিদিন নজর কাড়ছিল তা এদিন ১০০ পার করল।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। যদিও গত একদিনে রাজ্যে সংক্রমণ প্রায় আগের দিনের মতই হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৫ হাজার ৮৭৮ জনে।

এদিন গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা প্রায় ৩ হাজার বেড়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ হাজার ২৯৭টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৬৫৯ জনে।


এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এই প্রথম রাজ্যে দৈনিক মৃত্যু ১০০ পার করল। পৌঁছে গেল ৩ অঙ্কের ঘরে।

গত দিনের তুলনায় এদিন ৭ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ১০৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৭ জনে।


গত একদিনে রাজ্যে করোনায় যে ১০৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

এছাড়া পূর্ব মেদিনীপুরে ৮ জন, উত্তর দিনাজপুরে ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হাওড়ায় ৫ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। ৪ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদায়।

৩ জন করে মানুষের প্রাণ গেছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া ও হুগলিতে। পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ২ জন করে মানুষের প্রাণ গেছে। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে কালিম্পং, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৪ হাজার ৩৭৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৭ হাজার ৭৭২ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৪.৮৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button