আকাশ কালো করে বৃষ্টি বদলে দিল ছুটির দুপুর
করোনা নিয়ে চিন্তা মানুষের মন খারাপ করে রেখেছে। তার ওপর এদিন সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম। এই অবস্থায় মন ভাল করে দেওয়া বৃষ্টি নামল দুপুর হতেই।
এদিন ছিল রবীন্দ্রজয়ন্তী। যদিও তা বোঝার উপায় ছিলনা করোনার থাবায়। তার ওপর এদিন সকাল থেকেই ছিল গরম। তবে রবিবারের গ্রীষ্মের দুপুরকে নির্মল আনন্দে ভরে দিল আকাশ কালো করা মেঘ ও অঝোর বৃষ্টি।
ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস ছিলই। তবে এদিন যা হয়েছে তাকে কালবৈশাখী বলা যায়না। বরং ঝেঁপে বৃষ্টি বললেই ঠিক বলা হয়। যা নিমেষে এদিন বদলে দিয়েছে আবহাওয়া।
বাঙালির রবিবারের দুপুর একটু বেলাতেই নামে। এদিন বেলা দেড়টা ২টোর পর থেকেই ক্রমশ কলকাতা ও আশপাশের জেলাগুলির আকাশ কালো হতে থাকে।
হাওয়ায় ছিল বৃষ্টির গন্ধ। বোঝাই যাচ্ছিল এই মেঘে বৃষ্টি ঝরবে। হয়ও তাই। মোটামুটি আড়াইটে পার হতেই বিভিন্ন জায়গায় বৃষ্টি নামে। যা কার্যত বাঙালির রবিবারের দুপুরকে আনন্দের করে তোলে।
করোনার জেরে অধিকাংশ সময় গৃহবন্দি মানুষের মন খারাপ। কিন্তু তার মধ্যেও রবিবারের দুপুরের বৃষ্টি মন ভাল করে দেয় এদিন।
অনেকেই রবিবারের দুপুরের দারুণ আহার সেরে গা এলিয়ে দেন বিছানায়। আবহাওয়া বদলে যে সুন্দর ঠান্ডা ভাব এসেছিল তা চুটিয়ে উপভোগ করতে কসুর করেনি বাঙালি।