
সিরিয়াল বিলাসী বাঙালির জন্য এটা একটা ধাক্কা হতে পারে। কারণ যাঁরা প্রাত্যহিক কোনও সিরিয়ালের গল্পকে অনুসরণ করে চলেছেন তাঁরা হয়তো কয়েকদিন নতুন এপিসোড থেকে বঞ্চিত হতে পারেন। কারণটা অবশ্যই টলিপাড়ায় টেকনিশিয়ানদের কর্মবিরতি। বেশ কিছুদিন ধরেই টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের গণ্ডগোল চলছিল। বকেয়া টাকা মেটানো ও ওভারটাইমের টাকার দাবিতে দরকষাকষি চলার পর গত মঙ্গলবার থেকে টেকনিশিয়ানরা কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলে থমকে গিয়েছে অনেক জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিং। দাবি না মেটা পর্যন্ত কোনও কাজ হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ টেকনিশিয়ানরা। এরফলে ভূতু, বেদেনি মলুয়ার কথা, গোয়েন্দা গিন্নি, পটলকুমার গানওয়ালা সহ অনেকগুলি সিরিয়ালের শ্যুটিং বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সিরিয়াল জনপ্রিয় হয় কিন্তু তাঁদের সেজন্য কানাকড়িও লাভ হয়না। বরং অনেক প্রোডাকশনই তাঁদের প্রাপ্য টাকাটুকুও সময়ে না মিটিয়ে ফেলে রেখে দেয়। ফলে সামান্য রোজগারে তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে।