Kolkata

রাতে ফের বৃষ্টিতে ভিজল শহর, দেশজুড়েই বৃষ্টির পূর্বাভাস

সবে সন্ধে গড়িয়ে রাত নেমেছে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে নামে বৃষ্টি। মঙ্গলবারের মত বানভাসি বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে যথেষ্টই।

গত মঙ্গলবার যে বৃষ্টি দক্ষিণবঙ্গ দেখেছে তা ভয়ানক। শহর কলকাতার বহু এলাকায় বুধবার বেলা পর্যন্ত জল নামেনি। কলকাতায় মৃত্যু হয় ১ জনের। বাইরে ৫ জন বাজ পড়ে মারা যান।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের শহর থেকে গ্রাম এদিন ভিজল বৃষ্টিতে। তবে এদিন বৃষ্টি দুপুরে নয়, সন্ধে রাতে নেমেছে। ফলে মানুষের দুর্ভোগ অনেকটাই কম হয়েছে।


বৃষ্টি যে আসবে তার পূর্বাভাস ছিল। সেইমতই বৃষ্টি নামে। এদিন অবশ্য বৃষ্টি আধঘণ্টার মত স্থায়ী হয়। তারপর বৃষ্টি চলেছে অনেক জায়গায় ঠিকই, তবে তা ঝিরঝির করে।

ফলে এদিন জল যে বিশাল জমেছে এমনটা নয়। তবে আবহাওয়া ফের গেছে বদলে। এদিন সকালে রোদ ওঠায় গরমের আবহ যেটা তৈরি হয়েছিল তা সন্ধে রাতের বৃষ্টিতে ফের বদলে ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়।


উত্তরবঙ্গেও ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণে বৃষ্টি কমবে বলেই পূর্বাভাস।

এদিকে এ রাজ্যে যখন ভাল বৃষ্টি গ্রীষ্মের দাবদাহে লাগাম দিয়েছে, তখন দেশজুড়েও আগামী ৩ থেকে ৪ দিন ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Show Full Article
Back to top button