Kolkata

রাজ্যে ২১ হাজারের কাছে দৈনিক সংক্রমণ, মৃত ১২৯

রাজ্যে একদিনে সংক্রমণ এদিন আরও বাড়ল। এবার ২১ হাজারের দিকে ছুটছে দৈনিক সংক্রমণ। এদিকে দৈনিক মৃতের সংখ্যা প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে সংক্রমণ আরও বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। এবার ২১ হাজারির দিকে ছুটছে দৈনিক সংক্রমণ।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৩ হাজার ৯৫৬ জনে। এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা বেড়ে ৭০ হাজার পার করেছে।


এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৪৭৩টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ২১৩ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত দিনের তুলনায় এদিন ৬ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা।


এদিন মৃত্যু হয়েছে ১২৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১২৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই গত একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। এছাড়া হাওড়ায় ৯ জনের ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

জলপাইগুড়িতে ৮ জন, হুগলিতে ৮ জন, দার্জিলিংয়ে ৬ জন, বাঁকুড়ায় ৬ জন, উত্তর দিনাজপুরে ৫ জন এবং বীরভূমে ৪ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

৩ জন করে মানুষের প্রাণ গেছে নদিয়া ও পশ্চিম বর্ধমানে। পূর্ব মেদিনীপুরে মারা গেছেন ২ জন মানুষ। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ১৮১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩০ হাজার ৮৮৬ জনে।

সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৬৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button