Kolkata

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত

করোনা অতিমারির এই বাড়বাড়ন্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা চিন্তায় ছিল তাদের পরীক্ষা দেওয়ার কী হবে? সে বিষয়ে সিদ্ধান্ত জানাল সরকার।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা তার স্বাভাবিক সময় থেকে আগেই পিছিয়ে গিয়েছিল। জুনে হওয়ার কথা ছিল ২টি পরীক্ষা। জুনের প্রথম ভাগে হবে মাধ্যমিক। আর দ্বিতীয় ভাগে হবে উচ্চমাধ্যমিক। এমনটাই স্থির ছিল।

শনিবার রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। তিনিই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ সম্পর্কেও অবগত করেন।


স্বরাষ্ট্রসচিব জানান জুন মাসে এ রাজ্যে কোনও পরীক্ষা হবে না। ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকও হচ্ছেনা। তা পরে কবে হবে তা পরে জানানো হবে বলেও জানানো হয়েছে।

রাজ্যের শিক্ষা দফতর সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ফলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বাতিল হল না। স্থগিত হল।


করোনার বাড়বাড়ন্তের পর রাজ্যে ভোট পর্ব মেটে। তারপরই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তাঁর কাছে এখন করোনা মোকাবিলাই প্রধান লক্ষ্য।

রাজ্যে বেশকিছু কড়াকড়িও লাগু করা হয়। তখন থেকেই ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগছিল যে তারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিতে পারবে তো?

শনিবার রাজ্যে কার্যত লকডাউন ঘোষণার পর সে চিন্তা আরও তীব্র হয়। অবশেষে ছাত্রছাত্রীদের থেকে অভিভাবক, সকলের চিন্তা দূর করে পরিস্কার একটা চিত্র সামনে আনল রাজ্যসরকার।

Show Full Article
Back to top button