Kolkata

শিকেয় দূরত্ববিধি, মদের দোকানে সুরারসিকদের দিনভর লম্বা লাইন

দোকানে দোকানে ভিড় তো ছিলই। সেইসঙ্গে মদের দোকানে শনিবার দুপুর থেকে লম্বা লাইন পড়ল। ২ সপ্তাহের স্টক বাড়িতে নিয়ে যেতে শিকেয় দূরত্ববিধি।

শনিবারই ঘোষণা হয়েছে আগামী ১৫ দিন রাজ্যে কার্যত লকডাউন থাকবে। এই ঘোষণা শোনার পর শহরের সুরারসিকরা আর দেরি করেননি। আগামী ২ সপ্তাহ বাড়িতে প্রয়োজনীয় মদের মজুত রাখতে দ্রুত বেড়িয়ে পড়েন তাঁরা। হাজির হন কাছের মদের দোকানে।

ক্রমশ সুরারসিকদের ভিড়ে মদের দোকানের সামনের লাইন লম্বা হতে থাকে। অনেক জায়গায় সাপের মত এঁকে বেঁকে লাইন চলে যায় অনেক দূরে।


কলকাতার দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, দৃশ্যটা প্রায় একই ছিল। একই পরিস্থিতি নজর কেড়েছে শহরতলিতেও।

অনেকেই কষ্ট করে লাইন দিয়ে যথেষ্ট পরিমাণ মদের বোতল কিনে নিয়েছেন। যাতে কোনওভাবে আগামী ১৫ দিনে তাঁদের সমস্যা না হয়।


পরিস্থিতি এমন দাঁড়ায় যে কয়েক জায়গায় দোকানের মজুত মদ শেষ হয়ে যায়। কিন্তু লাইন তখনও রয়েছে। ফলে সেখানে কিছুটা কথা কাটাকাটির পরিবেশ সৃষ্টি হয়।

এবারেও কী অনলাইনে মদ বিক্রি হবে? তা অবশ্য অনেকের কাছেই পরিস্কার নয়। ফলে প্যানিক পারচেজের একটা অঙ্গ হয়েছে মদও। যা বাড়িতে মজুত করতে শনিবার দিনভর দূরত্ববিধি শিকেয় তুলে লম্বা লাইনে ঠায় দাঁড়িয়ে রইলেন সুরারসিকরা।

Show Full Article
Back to top button