Kolkata

গ্রেফতার ফিরহাদ, সুব্রত, মদন, শোভন, অবস্থানে মমতা

নারদ কাণ্ডে সিবিআই এদিন গ্রেফতার করল তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। নিজাম প্যালেসে অবস্থানে মমতা।

করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে যখন প্রায় লকডাউন চলছে, তখনই নারদ কাণ্ডে গ্রেফতার হলেন রাজ্যের ৩ নেতা মন্ত্রী। নারদ মামলায় সিবিআই এদিন গ্রেফতার করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে।

এছাড়া বিজেপির সঙ্গে দূরত্ব রাখা শোভন শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁদের।


এই গ্রেফতারির খবর পেয়েই নিজাম প্যালেসে হাজির হন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নিজাম প্যালেসে অবস্থানে বসেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই আধিকারিকদের জানান তাঁকেও গ্রেফতার করতে হবে। টানা বসে থাকেন অবস্থানে।

এদিকে এই ঘটনার জেরে করোনা লকডাউন পরিস্থিতি ভুলে রাস্তায় নামেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শুরু হয় বিভিন্ন জায়গায় পথ অবরোধ।


তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি রাজ্যে তাদের শোচনীয় হার সহ্য করতে না পেরেই এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে।

রাজ্যের ৩ তাবড় তৃণমূল নেতা সহ শোভন চট্টোপাধ্যায়কে এদিনই আদালতে পেশ করছে সিবিআই। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নারদ কাণ্ডের বিষয়টি সামনে আসে। সেখানে এখন বিজেপি নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারীরও নামও উঠে এসেছিল।

তৃণমূল নেতৃত্বের দাবি যদি এদিন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের গ্রেফতার করা হয় তাহলে মুকুল, শুভেন্দুকেও গ্রেফতার করতে হবে।

Show Full Article
Back to top button