Kolkata

তৃণমূলে ফিরতে ক্ষমা চেয়ে সোনালী গুহর আবেগঘন চিঠি

ভোটের মুখে তৃণমূল ছেড়ে যাওয়া তৃণমূল নেতা নেত্রীদের মধ্যে সোনালী গুহও ছিলেন। ভোট শেষে এবার তিনিই ক্ষমা চেয়ে আবেগঘন চিঠি লিখলেন।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। ক্ষোভ উগরে দেন তৃণমূলের বিরুদ্ধে। সেই তালিকায় তৃণমূল নেত্রী সোনালী গুহও ছিলেন।

দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ভোটে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে সোনালী গুহ বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এবার সেই সোনালী গুহই ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে চাইছেন।


দলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি আবেগঘন চিঠি সোনালী গুহ লিখেছেন। যা তিনি ট্যুইটও করেন।

চিঠি ট্যুইট করে কার্যত তিনি সেই চিঠিকে খোলা চিঠি করে দিয়েছেন। চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে লিখেছেন অভিমানে অন্য দলে যাওয়ার মত একটা চরম ভুল সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছিলেন।


কিন্তু সেই দলে তিনি মানিয়ে নিতে পারছেন না। মাছ যেমন জল ছাড়া বাঁচেনা, তেমনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাঁচবেন না।

মমতার কাছে ক্ষমাও চেয়েছেন সোনালী গুহ। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর কাতর প্রার্থনা তিনি যেন সোনালী গুহকে দলে ফিরিয়ে তাঁর আঁচলের তলায় জায়গা দেন।

সোনালী গুহর এই চিঠি নিয়ে চর্চা শুরু হলেও তাঁকে ফেরানো হচ্ছে কিনা তা নিয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।

Show Full Article
Back to top button