রাজ্যে সংক্রমণ ১৩ লক্ষ পার, দৈনিক মৃত্যু কমছে না
রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমেছে। কিন্তু মৃত্যুর ছবি বদলাচ্ছে না। এদিকে রাজ্যে নমুনা পরীক্ষা একই রয়ে গেছে।
রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল সামান্য হলেও পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ১ হাজার ৯৭৮ জনে।
এদিন নমুনা পরীক্ষা গত দিনের মতই হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ১২৩টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৩৭৬ জনে।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ৪ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৪ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১৫৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। এছাড়া জলপাইগুড়িতে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন, বাঁকুড়ায় ১০ জন, হাওড়ায় ৮ জন, পশ্চিম বর্ধমানে ৬ জন, দার্জিলিংয়ে ৬ জন মানুষের প্রাণ গেছে করোনায়।
৫ জন করে মানুষের মৃত্যু হয়েছে বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে। ৪ জন মানুষের প্রাণ গেছে হুগলিতে। ২ জন করে মারা গেছেন উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এছাড়া ১ জন করে প্রাণ হারিয়েছেন আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ৫৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৬০ হাজার ৯২৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৯.১৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা