সকালে খেলা করছিল সে। এমন সময় হঠাৎই পাশের কুয়োয় পড়ে যায় শিশুটি। হৈহৈ শুরু হয় মাণিকতলার বাগমারি বাজারে। বাজার সংলগ্ন ওই কুয়ো থেকে প্রথমে স্থানীয় লোকজনই শিশুটিকে তোলার চেষ্টা চালান। কিন্তু তাতে কাজ না হওয়ায় ডাকা হয় দমকলকে। হাজির হয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরাও। উদ্বিগ্ন মানুষের ভিড় জমে যায়।
দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের উদ্যোগে অবশেষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এবারের মত শিশুটিকে উদ্ধার সম্ভব হলেও এ ধরণের ঘটনা যাতে আর না করে সেজন্য কুয়োটি ঢাকার কথা ভাবছেন স্থানীয় লোকজন।