
দিনভর রোগীদের দুর্ভোগের পর অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে উঠে গেল ন্যাশনাল মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। জুনিয়র ডাক্তারদের তরফে জানান হয়েছে তাঁদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে জরুরি বিভাগের সুরক্ষা বন্দবস্ত জোরদার করা, হাসপাতাল চত্বরের সব সিসিটিভিকে কার্যকরী অবস্থায় নিয়ে আসা, রোগী পিছু বাড়ির ১ জন মাত্র লোক ও মুমূর্ষু রোগীর ক্ষেত্রে বাড়ির ২ জন লোককে ওয়ার্ডে প্রবেশের অনুমতি। তবে আশ্বাসমত পদক্ষেপ না হলে তাঁরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়ে এদিন অবস্থান প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তাররা কাজে ফেরায় রাতের দিকে কিছুটা হলেও হাসপাতালের রোগী পরিষেবার উন্নতি হয়।