রাজ্যে ২ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, ৫০-র নিচে মৃত্যু
রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমেছে। এপ্রিলের শুরুর দিকের পর ফের এদিন ২ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। ৫০-এর নিচে দৈনিক মৃত্যুও।
রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা কার্যকরি ভূমিকা যে নিয়েছে তা সংক্রমণ হ্রাস থেকেই স্পষ্ট। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমে ২ হাজারের নিচে চলে গেছে। এপ্রিলের শুরুর পর ২ হাজারের নিচে এই নামল সংক্রমণ।
গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ৫৮৬ জনে।
এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৫ হাজার কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ৭৭১টি। রাজ্যে টানা ১১ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ার পর এদিন ফের কমল অ্যাকটিভ রোগী। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭৪০ জন।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। গত দিনের তুলনায় এদিন ১১ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯০ জনে।
কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে নদিয়ায় ৮ জন, হাওড়ায় ৫ জন, দার্জিলিংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ২ জন ও পূর্ব বর্ধমানে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়।
রাজ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৩ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪৩ হাজার ৪৫৬ জন। সুস্থতার হার এদিন সামান্য বেড়ে ৯৭.২৮ শতাংশে দাঁড়িয়েছে। ১১ দিন পর ফের বাড়ল সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা